মমিনুর রহমান বুলবুল:
গতকাল ২৬ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকালে পৌর এলাকায় ফতেহাবাদ গ্রামের চান্দার পাড় এলাকায় মোবারক হোসেনের ছেলে মো: এমরানের বাড়ীতে ঘটনাটি ঘটে,
নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলার ধোবারোহী গ্রামের লিটন তালুকদার মেয়ে লিমা আক্তার বিয়ের দাবীতে কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় ফতেহাবাদে ছেলে এমরানের বাড়িতে অবস্থান করে ।
স্বশরীরে লিমা আক্তার জানান যে, বিয়ে ছাড়াই একসাথে ছয় মাস এক সাথে বসবাস ও সংসার করেছি, বিয়ের জন্য সময় সুযোগ নেয় সে, কোন প্রতারনা করবে বলে আমার ধারনা হয়নি, কিন্তুু এখন সে এরিয়ে থাকে বা থাকতে চায়, তাই আমি ছুটে এসেছি, আমি তার সাথে থাকতে চাই, এবং থাকবো, মৃত্যু হলে আমি এখানে মরবো, আমার মৃত দেহটা আমার বাবার বাড়ীতে পাঠাইয়া দেওয়ার ব্যবস্থা করিও এই বলে সে
প্রেমিকের এর বাড়িতে প্রেমিকার অনশন।