1. admin@dainiknatuncomilla.com : admin :
  2. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নাঙ্গলকোটে ‘ছাত্রলীগ’ পরিচয়ে স্কুলছাত্র গ্রেপ্তার, জামিন নয় জেল হাজতে প্রেরণ রাষ্টের গুরুত্তপূর্ণ কাজে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে – বললেন নবাগত জেলা প্রশাসক আমার বন্দর আমার মা, বিদেশীদের দিব না শ্লোগানে মুখরিত চট্টগ্রামে বেসরকারী শিক্ষকদের বদলী এবার হচ্ছে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিনভর আজহারুলের অবস্থান কর্মসূচি ঢাকায় শিক্ষক সমাবেশে আহত : আইসিউতে লড়াই শেষে শিক্ষিকা ফাতেমার করুণ মৃত্যু কুমিল্লার ডিসিকে ঐতিহ্য কুমিল্লা ও কুমিল্লা ক্লাবের বিদায় সংবর্ধনা খুলনায় এক পরিবারের তিনজনসহ ৪ খুন নিরাপত্তার চাদরে ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-হাইকোর্ট

রাষ্টের গুরুত্তপূর্ণ কাজে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে – বললেন নবাগত জেলা প্রশাসক

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল কুমিল্লা
কুমিল্লায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান। বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজা হাসান। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামও বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজা হাসান বলেন, আমাদের সামনে একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সেটা হলো নির্বাচন। আমি নির্বাচনকে গুরুত্ব দিয়ে দেখছি।
জেলা প্রশাসক রেজা হাসান সাংবাদিকদের উদ্দেশে আরও বলেন, যে বিষয়গুলো আপনারা বলেছেন, তা শুধু কুমিল্লার নয়, সারাদেশেই এ সমস্যা রয়েছে। আর্থ-সামাজিক, স্বাস্থ্য, বর্ডার এলাকা- সব জায়গাতেই এই সমস্যা বিদ্যমান। ভূমি, স্বাস্থ্য, যানজট ও শিক্ষা নিয়ে যে সমস্যা তুলে ধরেছেন তা আমরা নোট করেছি। কুমিল্লার সরকারি কর্মকর্তা, প্রবাসী ও অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে আমি এগুলো সমাধান করার চেষ্টা করব।

সবার সহযোগিতা নিয়ে এবারের নির্বাচন হবে বলে উল্লেখ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, আপনাদের সংবাদের জন্য আমি সর্বোচ্চ সহযোগিতা করব এবং আপনারাও আমাকে সহযোগিতা করবেন। অনেক সংবাদপত্রের মধ্যে হয়তো সবার সাথে একই সময়ে কথা বলতে পারব না, তবে চেষ্টা করব।
জেলা প্রশাসক রেজা হাসান বলেন, শহরের দূষণ, যানজট, কিশোর গ্যাং, খাদ্যের বিষয়ে যে সমস্যা আছে, সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আপনাদেরও সহযোগিতা লাগবে। শহরের যে জায়গাগুলোতে যানজট হয়, সে জায়গায় অটো রিকশাগুলোকে ড্রেসকোডের ভিত্তিতে ভাগ করে দেওয়া হবে।
মহাসড়কের অরাজকতার বিষয়ে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যেন নির্বিঘ্ন থাকে, সে বিষয়ে আমরা সজাগ থাকব। তবে কোনো অসঙ্গতি দেখলে আমাকে জানানোর অনুরোধ করছি। আমি আশা করি, আপনাদের সহযোগিতা পাব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুলসহ কর্মরত গণমাধ্যমকর্মী

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD