মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার
দেবিদ্বারে হোমিও চিকিৎসার আড়ালে এক প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের ঘটনায় আবদুর রহমান তাহের নামে এক হোমিও চিকিৎসককে গ্রেপ্তারে করেছে পুলিশ।
রবিবার রাতে খলিলপুর বাজারের তার হোমিও চিকিৎসার দোকান থেকে তাকে আটক করা হয়। সোমবার (১৬ জুন) দুপুরে তাকে আদালতের মাধমে জেল হাজতে পাঠানো হয়। তবে অপহরণের ছয় দিন পরও অপহৃত ওই নারীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
গ্রেপ্তার আবদুর রহমান (৩৫) উপজেলা ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। এই ঘটনায় সোমবার অপহৃত ওই নারীর স্বামী মো. আবু হানিফ আবদুর রহমানসহ তিন জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ২/৩ জনের নামে দেবিদ্বার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।